‘সর্বাত্মক’ লকডাউন: তৃতীয় দিন শুক্রবার ফাঁকা ঢাকা
ফাঁকা বিমানবন্দর সড়ক
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান ‘সর্বাত্মক’ লকডাউনের তৃতীয় দিন শুক্রবার রাজধানীর প্রধান সড়কগুলো ফাঁকা।
এদিন সাপ্তাহিক ছুটির কারণে সরকারি-বেসরকারি অফিস ও কল-কারখানা বন্ধ থাকায় শহরের সহানগরীতে বিরাজ করছে নীরবতা।
সকালে রাজধানীর প্রগতি সরণি, গুলশান, বাড্ডা, হাতিরঝিল, কাওরান বাজার, পান্থপথ, মিরপুর রোড, ধানমন্ডি ২৭ ও মোহাম্মদপুর এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
যানবাহনের চাপ না থাকায় অনেক চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের অলস সময় কাটাতে দেখা গেছে। আবার এফডিসির কাছে পুলিশ সদস্যদের যানবাহন থামাতে দেখা গেছে। কাওরান বাজারে বিনা প্রয়োজনে না থাকার জন্যে মাইকিং করা হচ্ছে।
রাস্তায় খুব কম সংখ্যক প্রাইভেট কার, সিএনজি-চালিত অটো রিকশা ও কাভার্ড ভ্যান দেখা গেছে। তবে রাস্তায় ও গলিগুলোতে মোটরসাইকেল ও রিকশা দেখা গেছে।
সকাল ৮টায় গাবতলী, টেকনিক্যাল মোড়ে পুলিশের চেকপোস্ট ছিল। কল্যাণপুর-শ্যামলী, মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাস্তায় খুব কম সংখ্যক মানুষ দেখা গেছে। পান্থপথ ও বসুন্ধরার সামনে প্রায় ফাঁকা ছিল। প্রেসক্লাবেও সামনেও দেখা গেছে লোকজন কম। বিমানবন্দরের রাস্তাও প্রায় ফাঁকা।
নিউজবাংলাদেশ.কম/এফএ