হিমছড়িতে ভেসে এল বিশাল এক মৃত তিমি
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে বিশাল এক মৃত তিমি পড়ে আছে। শুক্রবার সকালে থেকে এই তিমি সৈকতে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, মৃত তিমির ওজন প্রায় আড়াই টন। ৩৫ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া। সকালে জোয়ারের পানিতে মৃত তিমিটি সৈকতে এসে আটকে যায়। পরে বেলা ১টার দিকে ভাটার সময় তিমিটি বালুর মধ্যে পড়ে যায়।
স্থানীয় জেলে নূর আহম্মদে বলেন, সকাল ৬টা থেকে ৭টার দিকে মৃত তিমি ভেসে আসে। বেলা ১টার দিকে ভাটার সময় তিমিটি বালুর মধ্যে আটকে পুরোপুরি দৃশ্যমান হয়। গভীর সাগরে মাছ ধরার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তিমিটি মারা যেতে পারে।
মেরিন ড্রাইভ সড়কে হিমছড়ি এলাকায় দেখা যায়, সৈকতে বালুর মধ্যে বিশাল মৃত তিমিটি পড়ে আছে। তিমির শরীরে আঘাতের চিহ্ন আছে। মুখের অংশ একাবারেই গলে গেছে। বেলা ৩টা পর্যন্ত তিমিটি উদ্ধারে কোনো তৎপরতা শুরু হয়নি। বন ও পরিবেশ এবং মৎস্য অধিদপ্তরের কেউ ঘটনাস্থলে যাননি। তবে তিমিটি দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমেছে।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, ১৯৯৬ ও ২০০৮ সালে পৃথক দুটি বিশাল তিমি এভাবে ভেসে এসেছিল। দীর্ঘদিন পর আবার বিশাল মৃত তিমি সৈকতে ভেসে এসেছে।
নিউজবাংলাদেশ.কম/এএস