News Bangladesh

কিশোরগঞ্জ সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৩, ৪ এপ্রিল ২০২১

কুলিয়ারচরে উপজেলা চেয়ারম্যান কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা

কুলিয়ারচরে উপজেলা চেয়ারম্যান কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতের যুগ্ম মহসচিব মাওলানা মামনুল হককে অবরুদ্ধ করার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল থেকে উপজেলা চেয়ারম্যান কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

শনিবার রাত পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দফায় দফায় চলে এ হামলা, ভাঙচুর ও সংঘর্ষ চলে।

হামলাকারীরা কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, ইউএনওর বাংলো, রাজা ত্রৈলোক্য নাথ মহারাজ স্মৃতি লাইব্রেরিসহ বহু প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে।

হামলাকারীদের সঙ্গে দফায় দফায় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কুলিয়ারচর থানার ওসি একেএম সুলতান মাহমুদ।

কুলিয়ারচরের উপজেলা পরিষদ চেয়ারম্যান ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসীও হামলা-ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়