ফারাবী ৫ দিনের রিমান্ডে
ঢাকা: ঢাকা: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা এবং লেখক অভিজিৎ রায় হত্যায় জড়িত সন্দেহে আটক শফিউর রহমান ফারাবীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত আবেদন মঞ্জুর করে এ রিমান্ড আদেশ দেন।
এর আগে, আজ বেলা ১১টার দিকে রমনা থানায় রমনা থানায় ফারাবীর বিরুদ্ধে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে উস্কানিমূলক স্ট্যাটাস ও মতাদর্শ প্রচারের অভিযোগ করা হয়।
মামলায় তাকে আজ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
উল্লেখ্য, চলতি মাসের ২ তারিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে অভিজিৎ রায়কে হত্যার জড়িত সন্দেহে আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব)।
এর আগে ব্লগার রাজিব হত্যাকাণ্ডেও প্রধান সন্দেহভাজন হিসেবে ফারাবীকে আটক করে র্যাব।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এসজে
নিউজবাংলাদেশ.কম