News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৮:১১, ১৭ জানুয়ারি ২০২০

দেড়শ` যাত্রী নিয়ে পাটুরিয়ায় লঞ্চডুবি

দেড়শ` যাত্রী নিয়ে পাটুরিয়ায় লঞ্চডুবি

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে দেড়শ` যাত্রী নিয়ে এমভি মোস্তফা নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। এতে এখন পর্যন্ত এক শিশুর মৃত্যুর খবর জানা গেছে।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়া যাওয়ার পথে মাঝ নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় এমভি মোস্তফা লঞ্চটি ডুবে যায়।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ঘাটের পোর্ট অফিসার এনামুল হক ভূইয়া বলেন, `দেড়শ` যাত্রী নিয়ে রোববার সকাল সাড়ে ১১টায় দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে যাত্রা করে। বেলা সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ঘাটের কাছে বাঘা বাড়ির দক্ষিণে তেলবাহী কার্গো জাহাজ নার্গিসের ধাক্কায় লঞ্চটি কাত হয়ে ডুবে যায়। লঞ্চটি ডুবে যাওয়ার পর সাঁতরে এবং স্থানীয় নৌকা ও ট্রলারের মাধ্যমে ৭০/৮০ জন যাত্রী তীরে উঠেন। বাকীরা এখনো নিখোঁজ।`
 
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে বিইডব্লিউএ`র উদ্ধারকারী দল পৌঁছে লঞ্চটি উদ্ধার কাজ শুরু করেছে। তবে এমভি মোস্তফা থেকে এখনো কাউকে উদ্ধার করতে পারেন নি তারা।
এদিকে দুর্ঘটনার শিকার লঞ্চের ৬ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। তাকে স্থানীয় উথুলিয়া হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়