না’গঞ্জে ৭ খুন: ভারতীয় আদালতে অভিযোগ গঠন ২২ এপ্রিল
ঢাকা: চাঞ্চল্যকর সেভেন মার্ডারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নূর হোসেন এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে ভারতে অবৈধ প্রবেশ মামলার চার্জ গঠনের জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
নূর হোসেন এবং তার দুই সহযোগী খান সুমন ও ওয়াদুজ্জামান সেলিম শুক্রবার সকালে বারাসত আদালতে উপস্থিত হন। কিন্তু বিচারক প্রবীর কুমার মিশ্র আদালতে অনুপস্থিত থাকায় চার্জ গঠনের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়।
খান সুমনের আইনজীবী অনুপ কুমার ঘোষ বলেন, “আদালতে বিচারক উপস্থিত না থাকার কারণে শুক্রবার চার্জ গঠন হয়নি। আগামী মাসের ২২ তারিখে এ মামলার শুনানি হবে। ওই দিন চার্জ গঠনের সম্ভাবনা আছে।”
দমদম বিমানবন্দরের কাছে কৈখালির বহুতল আবাসন থেকে বাগুইআটি পুলিশের হাতে নূর হোসেনের সঙ্গে আটক হন সুমন ও সেলিম। বর্তমানে তারা জামিনে আছেন। কলকাতার উল্টোডাঙ্গার কাছে বাসা ভাড়া নিয়ে সেখানেই থাকছেন এবং মামলা চালাচ্ছেন বলে জানান তারা।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও পরবর্তীতে তাদের সবাইকে খুনের ঘটনায় প্রধান আসামি নূর হোসেনসহ ওই তিনজনকে গত বছরের ১৪ জুন কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের পুলিশ। পুলিশ গত বছরের ১৮ আগস্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আদালতে।
গত বছরের ২৭ এপ্রিল নাসিকের প্যানেল মেয়র নজরুল, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। ৭ খুনের দুটি মামলায় এ পর্যন্ত র্যাবের ১৭ জন সদস্যসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিন র্যাব কর্মকর্তাসহ ১৮ জন নারায়ণগঞ্জ আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। এ ছাড়াও এ ঘটনায় ইতোমধ্যে ১৬ জন সাক্ষ্য দিয়েছেন আদালতে।
নিউজবাংলাদেশ.কম/সিডি
নিউজবাংলাদেশ.কম