News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১১, ৭ জুলাই ২০২০
আপডেট: ০৬:২০, ৭ জুলাই ২০২০

পাটুরিয়া ঘাটে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

পাটুরিয়া ঘাটে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে পাটুরিয়া  ঘাটে আটকা পড়েছে বহু যানবাহন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় দুইশতাধিক ট্রাককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ঘাটে অপেক্ষারতরা জানান, এ নৌরুটে ১৫টি ফেরির মধ্যে ১৪টি ফেরি সচল থাকলেও পারাপারে সময় লাগছে দ্বিগুন। ফলে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে।
বিআইডব্লিউটিসির ডিজিএম (আরিচা) মো. জিল্লুর রহমান জানান,  পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। নদীতে তীব্র স্রোতের কারণে প্রতিটি ফেরিতে ১০ থেকে ১৫ মিনিট সময় বেশি লাগছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়