করোনার উপসর্গে ভাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলীর মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন (৫৭)। রবিবার (৫ জুলাই) মধ্যরাতে তার মৃত্যু হয়। আনোয়ার হোসেনের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়।
ভাঙ্গা পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা কাওছার মিয়া জানায়, কয়েকদিন ধরেই জ্বর, ও শ্বাসকষ্টে ভুগছিলেন আনোয়ার হোসেন। করোনার উপসর্গ থাকায় ভাঙ্গা হাসপাতালের ডাক্তার তাকে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। রবিবার উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে যান তিনি। ডাক্তার দেখানোর পর পরিবারের সদস্যদের নিয়ে বরিশালে একটি হোটেলে ছিলেন। পরদিন গলাচিপায় যাওয়ার কথা ছিল তার। রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে হোটেলেই মারা যান তিনি। সোমবার গলাচিপায় নিজ বাড়িতে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে পৌরমেয়র আবু ফয়েজ রেজা শোক প্রকাশ করেছেন।
নিউজবাংলাদেশ.কম/ডি