News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০২, ৬ জুলাই ২০২০
আপডেট: ০৩:২৮, ৬ জুলাই ২০২০

খুলনায় করোনায় আক্রান্ত আড়াই হাজার ছাড়ালো

খুলনায় করোনায় আক্রান্ত আড়াই হাজার ছাড়ালো

খুলনায় নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ৯২ জন।
খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, রোববার খুমেকের আরটি-পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১০০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এতে খুলনার নমুনা ছিল ২৫৮ট; যার মধ্যে ৯২ জন পজিটিভ।
এছাড়া বাগেরহাট জেলার পাঁচজন, যশোরের দুইজন ও নড়াইল জেলার একজনের পজিটিভ রিপোর্ট এসেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা উষা জানান, খুলনায় মোট আক্রান্ত ২ হাজার ৫২৫ জন। এর মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪৭৪ জন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়