খিলক্ষেতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী নিহত
রাজধানীর খিলক্ষেতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এই ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ছিনতাইকারী চক্রের দুই সদস্য ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। তাদের থামতে বলা হলে তারা পালানোর চেষ্টা করে এবং ছিনতাইকারী ও গোয়েন্দা পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে দুই ছিনতাইকারী নিহত হয়। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি।
নিউজবাংলাদেশ.কম/ডি