News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৮, ৫ জুলাই ২০২০
আপডেট: ১২:৫৯, ৫ জুলাই ২০২০

অতিরিক্ত বিদ্যুৎ বিল জুন মাসের সঙ্গে সমন্বয় করা হবে: সচিব

অতিরিক্ত বিদ্যুৎ বিল জুন মাসের সঙ্গে সমন্বয় করা হবে: সচিব

বিদ্যুতের ভুতুরে বিলে জড়িত থাকার অভিযোগে ২৯০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ।
অতিরিক্ত বিল জুন মাসের বিলের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানান তিনি।
রোববার দুপুরে এক ভার্চুয়াল সভায় তিনি এ কথা বলেন।
ড. সুলতান আহমেদ বলেন, “কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে না। কাউকেই ব্যবহারের অতিরিক্ত বিল পরিশোধ করতে হবে না। যেসব অভিযোগ এসেছে তাদের বিল সমন্বয় করা হচ্ছে। আরও অভিযোগ এলে সেগুলোও সমন্বয় করা হবে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়