বেনাপোল সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবক নিহত
যশোরের বেনাপোলের বাহাদুরপুর সীমান্তে রিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক বিএসএফের নির্যাতনে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে ধান্যখোলা বাহাদুরপুর সীমান্তে ওই যুবককে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী।
নিহত যুবক বাহাদুরপুর পশ্চিম পাড়া গ্রামের কাটু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে স্থানীয়রা বাহাদুরপুর মাঠে গেলে নিহতের লাশ দেখতে পায়। রিয়া একজন মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ভারতে যান মাদকদ্রব্য আনতে। ফিরে আসার সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে। এরপর ক্যাম্পে নিয়ে তাকে নির্যাতন করে হত্যা করে বাহাদুরপুর সীমান্তে ফেলে রেখে যায়। তার মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান ধান্যখোলা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার।
বিষয়টি নিয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজার মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকেও পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এফএ