News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৩, ২ জুলাই ২০২০
আপডেট: ১০:৩৬, ২ জুলাই ২০২০

বন্যা: টাঙ্গাইল, রাজবাড়ী ও ফরিদপুরের পরিস্থিতির অবনতি ঘটতে পারে

বন্যা: টাঙ্গাইল, রাজবাড়ী ও ফরিদপুরের পরিস্থিতির অবনতি ঘটতে পারে

টাঙ্গাইল,রাজবাড়ী ও ফরিদপুর জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।

আগামী ২৪ ঘন্টায় পদ্মানদীর ভাগ্যকূল পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম,গাইবান্ধা,বগুড়া,জামালপুর ও সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,ব্রক্ষ্মপুত্র-যমুনা নদ নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে,যা,আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সুরমা ব্যতীত আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ৭২ ঘন্টা পর্যন্ত এ অববাহিকার প্রধান নদী সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে ছাতক ২৬৬ মিলিমিটার,সিলেট ১৪০ মিলিমিটার,লাল্লাখাল ১১৮ মিলিমিটার,ডালিয় ১১১ মিলিমিটার,সুনামগঞ্জ ১০৬ মিলিমিটার,কানাইঘাট ১০৫ মিলিমিটার,শেরপুর-সিলেট ১০৫ মিলিমিটারএবং জাফলং ৮৩ মিলিমিটার।

পর্যবেক্ষনাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৫৪ টি,হ্রাস ৪৫ টি এবং অপরিবর্তিত আছে ২ টির।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়