News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪২, ২ জুলাই ২০২০
আপডেট: ০৭:০২, ২ জুলাই ২০২০

বরিশালে ২৪ ঘণ্টায় ৪৭ জনের করোনা শনাক্ত

বরিশালে ২৪ ঘণ্টায় ৪৭ জনের করোনা শনাক্ত

বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বরিশালে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৫১৪ জন। তবে তাদের মধ্যে ৩৭৯ জন সুস্থ হলেও ২৪ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসন অফিস থেকে এই তথ্য জানানো হয়।
এ পর্যন্ত বরিশাল নগরীতে এক হাজার ১৮৩ জন ও সদর উপজেলায় ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া জেলার বাকি নয়টি উপজেলায় ৩৬৮ জন এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন।
বরিশালে মোট ৩৩ জনের মৃত্যু হলেও ২৪ জন করোনা পজিটিভ ছিলেন বাকি নয় জন এই রোগের উপসর্গ নিয়ে মারা যান।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়