News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪৪, ২ জুলাই ২০২০
আপডেট: ০৩:৪৮, ২ জুলাই ২০২০

নরসিংদীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪২১

নরসিংদীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪২১

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো আট জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪২১ জনে।
নতুন শনাক্ত আট জনের মধ্যে রয়েছেন- রায়পুরা উপজেলায় এক জন, পলাশ উপজেলায় দুই জন, শিবপুর উপজেলায় এক জন ও বেলাব উপজেলায় চার জন।
বৃহস্পতিবার নরসিংদীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত আইসোলেশনমুক্ত অর্থাৎ সুস্থ হয়েছেন ৯৫৯ জন ব্যক্তি।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে সাত হাজার ১১২ জনের, ফলাফল পাওয়া গেছে ছয় হাজার ৯৫৮ জনের।
জেলায় এ পর্যন্ত আক্রান্ত ১৪২১ জনের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৮৯৭ জন, পলাশে ১২৪ জন, শিবপুরে ১৩০ জন, রায়পুরাতে ১০৯ জন, মনোহরদীতে ৭৬ জন ও বেলাবো উপজেলায় ৮৫ জন।
হোম আইসোলেশনে আছেন ৪১৩ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ১৪ জন ও আইসোলেশন মুক্ত হয়েছেন ৯৫৯ জন।
মারা গেছেন ৩৫ জন। এর মধ্যে রয়েছেন- নরসিংদী সদরে ২২ জন, বেলাব উপজেলায় চার জন, রায়পুরায় ৪ জন, পলাশে দুই জন, মনোহরদীতে দুই জন ও শিবপুরে এক জন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়