এখন ব্যবসায়ীরা অলস সময় কাটাচ্ছেন
পুরান ঢাকার মৌলভীবাজার মসলা, ভোজ্যতেল, চিনি, ডাল, আটা, ময়দা, সাজসজ্জাসহ বিভিন্ন পণ্যের বড় পাইকারি বাজার। দেশের প্রায় সব জেলা থেকেই ব্যবসায়ীরা এখানে আসেন। তবে টানা অবরোধ-হরতালে এই বাজার এখন প্রায় ক্রেতাশূন্য। গত বৃহস্পতিবার দুপুরে এমনটাই জানান মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক।
আবদুর রাজ্জাক জানান, ঢাকার বাইরে থেকে ক্রেতা আসতে পারছে না। বিক্রি নেই। ব্যবসায়ীরা অলস সময় কাটাচ্ছেন। অনেক দোকানে তো মাঝেমধ্যে বউনিই হয় না সারা দিনে। এ ছাড়া পণ্য পরিবহনের ভাড়া বেড়ে গেছে। বগুড়া, সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চল থেকে আগে ১২-১৪ হাজার টাকায় এক ট্রাক পণ্য আনা গেলেও এখন লাগছে ২০-২২ হাজার টাকা। অন্যদিকে চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকভাড়া বেড়ে ২৫ হাজার টাকা হয়েছে। আগে ছিল ১৬-১৭
হাজার টাকা। শুধু যে ভাড়া বেড়েছে তাই নয়, টেনশনও বেড়ে গেছে। একটি ট্রাকে ৪০-৫০ লাখ টাকার
পণ্য থাকে। যতক্ষণ পর্যন্ত না গুদামে পৌঁছাচ্ছে ততক্ষণ দুশ্চিন্তায় থাকতে হয় আমাদের। কারণ, কখন-কোথায়
নাশকতার ঘটনা ঘটে, সেটি তো আর বলা যায় না। তার পরও খাদ্যপণ্যের দোকানে কিছুটা বিক্রি হচ্ছে। যেখানে ১০ টিন বা বস্তা পণ্য বিক্রি হতো সেখানে ১ টিন বা বস্তা হচ্ছে। তবে মৌলভীবাজারের সাজ্জসজ্জার দোকানগুলো খাঁ খাঁ করছে। বিক্রি প্রায় শূন্যের কোঠায়।
নিউজবাংলাদেশ.কম