News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫৩, ২৮ জুন ২০২০
আপডেট: ০৬:২৯, ২৮ জুন ২০২০

জয়পুরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

জয়পুরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

জয়পুরহাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
জেলার আক্কেলপুর উপজেলার চন্দ্রপাইল গ্রামে শনিবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় ক্ষেতের পরিচর্যা করতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহত কৃষকরা হলেন- উপজেলার চন্দ্রপাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে আলম হোসেন ও একই গ্রামের আজিজার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন। তারা দুজনই সম্পর্কে প্রতিবেশী নানা ও নাতি জামাই।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় বৃষ্টিপাত শুরু
হলে কৃষক আলম হোসেন ও সাখাওয়াত হোসেন মাঠে তাদের মরিচের ক্ষেত পরিচর্যা করছিলেন। এসময় বজ্রপাতে তাদের পুরো শরীর ঝলসে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়