News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০৫, ২৮ জুন ২০২০
আপডেট: ০৬:২৭, ২৮ জুন ২০২০

সিলেটে জ্বর শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসকের মৃত্যু

সিলেটে জ্বর শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসকের মৃত্যু

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. গোপাল শঙ্কর দে জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আখলাক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপাল শঙ্কর দে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে গত ২১ জুন ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। তবে দ্বিতীয়বার পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়েছে। সেই রিপোর্ট এখনো আসেনি।
তবে করোনা উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে মরদেহ দাহ করা হয়েছে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়