News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৩৫, ২৮ জুন ২০২০
আপডেট: ০২:৫৪, ২৮ জুন ২০২০

সিলেটে ৩ চিকিৎসকসহ আরো ১১৬ জন আক্রান্ত

সিলেটে ৩ চিকিৎসকসহ আরো ১১৬ জন আক্রান্ত

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় রোববার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২৯৬ জনে।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ চিকিৎসকসহ ১০৭ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, এই বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার মধ্যে ৪১ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত হওয়া এই ৪১ জনের মধ্যে সিলেট জেলার ৯ জন আর বাকি ৩২ জন সুনামগঞ্জ জেলার।
৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। ১৫ এপ্রিল প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এরপর থেকে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫২ জন। আর সুস্থ হয়েছেন ৩১৩ জন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়