ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চাঁদা আদায়ের সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে এক অভিযানে বাস থেকে চাঁদা আদায়কালে তাদেরকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি- মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- বাস মালিক সমিতির প্রতিনিধি রকিব হোসেন রাসেল (৩৩) এবং শ্রমিক ইউনয়নের প্রতিনিধি মোফাজুল হোসেন (৪২)। তাদের কাছ থেকে ৪ হাজার ৩২০ টাকা চাঁদাসহ গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
এর আগে গত ৩ জুন পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে একমত পোষণ করেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।
এ দিন পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ চাঁদাবাজি বন্ধে একমত পোষণ করেন। সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান খান উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/ডি