News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৭, ২৬ জুন ২০২০
আপডেট: ০৬:৪৫, ২৬ জুন ২০২০

বেনাপোলে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

বেনাপোলে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

যশোরের বেনাপোলে করোনাভাইরাসের উপসর্গ জ্বর সর্দি কাশি নিয়ে মমিনুর রহমান মমিন নামে এক পান দোকানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর মেডিকেল কলেজের সামনে জিডিএল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বেনাপোল পাটবাড়ী মাঠপাড়া এলাকার শামসুর রহমানের বড় ছেলে।
উল্লেখ্য, গত সপ্তাহে বেনাপোল দুর্গাপুরে সাংবাদিক বকুলের ভাই হাবিবুর রহমান করোনার উপসর্গ নিয়ে মারা যান। এই নিয়ে বেনাপোলে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হলো।
স্থানীয়রা জানান, মমিন বাজারের ডাবলু মার্কেটের মাংস পট্টিতে একটি পানের দোকান চালাতেন। বেশ কয়েকদিন ধরে তিনি করোনা ভাইরাসের উপসর্গ জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন। সপ্তাহখানেক আগে  করোনা ভাইরাসের টেস্ট  করানো হয়। কিন্তু ফলাফল আসে নেগেটিভ। দুদিন আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তার পরিবারের লোকজন তাকে জরুরি ভিত্তিতে যশোর মেডিকেল কলেজের সামনে ডিবিএল হসপিটালে নিয়ে ভর্তি করেন। বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিয়ে শার্শা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, “মমিন বেশ কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন। তার পরিবার করোনা ভাইরাস টেস্টের জন্য স্যাম্পল পাঠিয়েছিল। কিন্তু সেটার ফলাফল এখন আসেনি। ফলাফল আসলে জানা যাবে তিনি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কিনা।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়