News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:০৭, ২৬ জুন ২০২০
আপডেট: ০৭:৫৪, ২৬ জুন ২০২০

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

সাতক্ষীরার দেবহাটায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের একটি ইটভাটার পাশ থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ইজিবাইক চালকের নাম মনিরুল ইসলাম (৩৫)। দেবহাটা উপজেলার সাংবাড়িয়া গ্রামে তার বাড়ি। তার বাবার নাম ইসমাইল গাজী।
মনিরুল ইসলামের ভাই আনারুল ইসলাম জানান, মনিরুল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার গাজীরহাট বাজার থেকে ইজিবাইকে ভাড়া নিয়ে দেবহাটার উদ্দেশ্যে বের হন। রাতে তিনি আর বাড়ি ফিরেননি।
সারা রাত তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার সকালে একটি ইটভাটার পাশে স্থানীরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি বিপ্লব কুমার সাহা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনিরুলকে শ্বাসরোধে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করা হয়েছে।”
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়