News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫২, ২৪ জুন ২০২০
আপডেট: ১১:৩১, ২৪ জুন ২০২০

করোনার উপসর্গ নিয়ে বিএমপি কর্মকর্তার মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে বিএমপি কর্মকর্তার মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমানের (৫৩) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত এএসআই হাবিবুর রহমান বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশকমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ।
তিনি জানান, গত ১৬ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতে তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, মৃত এএসআইয়ের আগে থেকেই লিভারের সমস্যা ও ডায়াবেটিস ছিল, সঙ্গে হার্টে রিং পরানো ছিল।
নানান ধরনের রোগে আক্রান্ত শারীরিক অসুস্থতার কারণে তিনি ঢাকার পুলিশ হাসপাতালে গত সপ্তাহে ভর্তি হন এবং মঙ্গলবার সেখানে তার মৃত্যু হয়।
বিএমপি কমিশনার বলেন, “কোভিড পজিটিভের বিষয়টি আমরা নিশ্চিত নই, মৃত্যুর পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়