মাশরাফির ছোট ভাইও করোনা আক্রান্ত
মাশরাফি বিন মুর্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কদিন হলো। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ওয়ানডের সফলতম অধিনায়ক। এবার তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় করোনা টেস্টের রেজাল্ট পেয়েছেন তিনি।
করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মোরসালিন নিজেই। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে।
মোরাসালিন বলেন, 'কিছুক্ষণ আগে রেজাল্ট পেলাম, আমি করোনা পজিটিভ। তবে আমার এখনও কোনো উপসর্গ দেখা দেয়নি। আপাতত ভালো আছি আমি।'
মোরসালিন আক্রান্ত হলেও তার স্ত্রী সুমাইয়া ইসলামের করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। মাশরাফির পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ছেলে সাহেল ও মেয়ে হুমায়রা সুস্থ আছে। তাদের করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে।
মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির টেস্টের রেজাল্ট এখনও আসেনি। তার রেজাল্ট বুধবার পাওয়া যাবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস