News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ২৩ জুন ২০২০
আপডেট: ০৯:৪৩, ২৩ জুন ২০২০

করোনা কেড়ে নিলো আরও ৪৩ জনের প্রাণ, নতুন শনাক্ত ৩৪১২

করোনা কেড়ে নিলো আরও ৪৩ জনের প্রাণ, নতুন শনাক্ত ৩৪১২

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটি মোট এক হাজার ৫৪৫ জনের প্রাণ কেড়ে নিলো। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রুগি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪১২ জন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে।

গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৭৪ হাজারের বেশি। তবে সাড়ে ৪৯ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।


নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়