News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৮, ২৩ জুন ২০২০
আপডেট: ০৭:৪৩, ২৪ জুন ২০২০

নিঃশর্ত ক্ষমা চেয়েছে আনন্দবাজার পত্রিকা

নিঃশর্ত ক্ষমা চেয়েছে আনন্দবাজার পত্রিকা

স্বল্পোন্নত দেশ হিসেবে চীনের বাজারে আরো পাঁচ হাজার ১৬১ পণ্যের ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পেয়েছে বাংলাদেশ। চলতি বছরের ১ জুলাই থেকে বাংলাদেশ এ সুবিধা পাবে। আর এটি বলবৎ থাকবে ২০২৪ সাল পর্যন্ত।
চীনের বাজারে রফতানিতে বাংলাদেশের শুল্কমুক্ত ওই সুবিধাকে ‘খয়রাতি’ হিসেবে উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে কলকাতার আনন্দবাজার পত্রিকা।
গত ২০ জুন প্রকাশিত ‘লাদাখের পর ঢাকাকে পাশে টানছে বেইজিং’ শিরোনামের ওই প্রতিবেদনের শুরুতেই ‘বাণিজ্যিকলগ্নি আর খয়রাতির সাহায্য ছড়িয়ে বাংলাদেশকে পাশে পাওয়ার চেষ্টা চীনের নতুন নয়’ বলে লেখা হয়।
প্রতিবেদনের এই বাক্যে ‘খয়রাতি’ শব্দের ব্যবহারে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ সরব হন সামাজিকমাধ্যমে।
এরই প্রেক্ষিতে পত্রিকাটি ক্ষমা চেয়েছে।
মঙ্গলবারের পত্রিকায় ‘ভ্রম সংশোধন’ দিয়ে ক্ষমা চায় আনন্দবাজার কর্তৃপক্ষ। ভ্রম সংশোধন শিরোনামে লিখেছে- ‘লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং’- শীর্ষক খবরে খয়রাতি শব্দের ব্যবহারে অনেক পাঠক আহত হয়েছেন বলে জানিয়েছেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।’

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়