অভয়নগরে জ্বর সর্দি-কাশি নিয়ে একজনের মৃত্যু
যশোরের অভয়নগরে করোনার উপসর্গ জ্বর সর্দি কাশি নিয়ে বিমল চক্রবর্তী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার সময় খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। তিনি সিদ্দিপাশা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে বিমল চক্রবর্তী জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন। সোমবার তার অবস্থা সংকটাপন্ন হলে স্বজনরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় ডাক্তার শফিকুর রহমান বলেন, “বিমল চক্রবর্তী সপ্তাহখানেক ধরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভুগছিলেন। তিনি আমার কাছেও চিকিৎসার জন্য এসেছিলেন। কিন্তু লক্ষণ খারাপ হওয়ায় আমি তাকে চিকিৎসা না দিয়ে হাসপাতালে পাঠাই। আজ সকালে শুনি তিনি মারা গেছেন।”
নিউজবাংলাদেশ.কম/এফএ