সস্ত্রীক করোনা আক্রান্ত রানা দাশগুপ্ত
সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
বুধবার রাতে তাদের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত গণমাধ্যমকে বলেন, ‘কয়েকদিন ধরে জ্বর ছিল এবং গলা ব্যাথা ছিল। প্রথমে ভেবেছিলাম সাধারণ ফ্লু। দুই দিন আগে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য আমার এবং আমার স্ত্রীর নমুনা দিয়ে আসি। বুধবার রাত ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আমরা দু’জনই করোনা পজিটিভ।’
চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ১৪ দিন আইসোলেশনে থাকার কথা উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রানা দাশগুপ্ত।
নিউজবাংলাদেশ.কম/এএস