News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:০০, ১৮ জুন ২০২০
আপডেট: ১২:২৩, ১৮ জুন ২০২০

অস্ত্র উদ্ধার অভিযানে গেলেন করোনা আক্রান্ত ওসি

অস্ত্র উদ্ধার অভিযানে গেলেন করোনা আক্রান্ত ওসি

করোনা আক্রান্ত হওয়ার পরও আসামিকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলেন নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ।
বুধবার দুপুরে সাইমুন হত্যা মামলার প্রধান আসামিসহ থানার একদল ফোর্স নিয়ে সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলোকপাড়া এলাকায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারে যান তিনি।
এর আগে গত সোমবার (১৫ জুন) ওসি সামাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
স্থানীয়রা বলছেন, একজন সরকারি কর্মকর্তা হয়ে করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি ও সরকারি আইন অমান্য করে করোনা আক্রান্ত হয়েও প্রকাশ্যে অভিযানে যাওয়া তার উচিত হয়নি। এতে এলাকায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া এ ঘটনায় সাধারণ জনগণ করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সরকারি আইন পালনে নিরুৎসাহিত হবে।
এ বিষয়ে জানতে ওসি আবদুস সামাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ বলেন, “হত্যাকাণ্ডের বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি শারীরিকভাবে সুস্থ বোধ করায়, সামাজিক দূরত্ব বজায় রেখে অভিযানে অংশ নেন।”
এ নিয়ে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, “এ ব্যাপারে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া তাকে জেলা কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, গত ৯ জুন বিকেলে আলোকপাড়া গ্রামের কয়েকজন যুবক ফুটবল খেলতে যায়। খেলার মাঠে মীর হোসেনের সঙ্গে সাইমুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মীর হোসেন খেলার মাঠ ছেড়ে চলে যান। পরে তিনি ১০/১৫ জন সহযোগী নিয়ে সাইমুনের ওপর হামলা চালান। এতে সাইমুন মৃত্যুবরণ করেন। এরপর থেকে মীর হোসেন পলাতক ছিলেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়