News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৪৬, ১৮ জুন ২০২০
আপডেট: ০৯:৫৫, ১৯ জুলাই ২০২০

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৩০) ও মো. আবুল হোসেন (৩২)।
জাহাঙ্গীর উপজেলার নিজপাড়া ইউনিয়নের কাচারীপাড়ার মো. ইব্রাহিম আলীর ছেলে ও আবুল হোসেন একই এলাকার মৃত এমাজ উদ্দীনের ছেলে।
বীরগঞ্জ থানার এসআই আলন চন্দ্র রায় জানান, মোটরসাইকেলযোগে বীরগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিলেন আবুল হোসেন ও জাহাঙ্গীর আলম। পথে উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনেকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার ওসি মো. আবদুল মতিন প্রধান বলেন, “পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়