News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৫, ১৭ জুন ২০২০
আপডেট: ১৬:১৪, ১৭ জুন ২০২০

চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ৫০৮

চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ৫০৮

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০৮ জনে।

বুধবার সিভিল সার্জন ডা. মো সাখাওয়াতউল্লাহ জানান, জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ্য হয়ে ১৪০ জন বাড়ি ফিরে গেছেন। এদের বেশিরভাগই পুলিশ সদস্য। এছাড়া কিছু ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীও আছেন।

তিনি বলেন, নতুন করে করোনা শনাক্ত হওয়াদের মধ্যে মতলবের ৬ জন, সদরের ১৯ জন, ফরিদগঞ্জে ৪ জন এবং হাজীগঞ্জের একজন রয়েছেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, হাসপাতালের কর্মরত ৫ জনের আজ করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। তারা সবাই হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

নতুন শনাক্তদের মধ্যে সম্প্রতি করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ফরিদগঞ্জের আজিজ মোল্লা (৬৫) ও সদরের মফিজুল ইসলাম (৬৫) এর রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।

সিভিল সার্জন ডা. মো সাখাওয়াতউল্লাহ জানান, সরকারি হিসেবে এখন জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫০৮ জন। যার মধ্যে চাঁদপুর সদরের ১৮১, শাহরাস্তির ৬৩, ফরিদগঞ্জের ৬১, হাজীগহ্জের ৫৯, মতলব দক্ষিণের ৫৬, হাইমচরের ৩৩, কচুয়া ২৮ এবং মতলব উত্তরের ২৭ জন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, সরকারি হিসেবে করোনায় জেলায় সর্বমোট ৪২ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা উপসর্গে নিয়ে মারা গেছেন ৩৮ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ১২০০ রোগী। এদের মধ্যে চাঁদপুর সদরেই ৭০০ জন।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়