News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩০, ১৭ জুন ২০২০
আপডেট: ১৯:৩৩, ১৭ জুন ২০২০

ছাগলনাইয়ার এসিল্যান্ড করোনায় আক্রান্ত

ছাগলনাইয়ার এসিল্যান্ড করোনায় আক্রান্ত

ফেনীতে নতুন করে আরও ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ছাগলনাইয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ১৫ জন পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬৩ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

নতুন করে সংক্রমিতদের মধ্যে ফেনী সদরে ২৫, সোনাগাজীতে ১৩, দাগনভুঞায় ৮, ফুলগাজীতে ২ ও ছাগলনাইয়ায় একজন। সদর উপজেলায় ২৫ জনের মধ্যে ১৫ জনই পুলিশ সদস্য বলে জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তে সংখ্যাশ ৬৩। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২১ জন। আর মারা গেছেন ১১ জনের। হাসপাতালের আইসোলেশনে ১৮ জন চিকিৎসাধীন।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়