News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:১৬, ১৫ জুন ২০২০
আপডেট: ০৬:০৭, ১৫ জুন ২০২০

রাজারবাগ পুলিশ লাইনের আগুন নিয়ন্ত্রণে

রাজারবাগ পুলিশ লাইনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের পুরনো মালামাল রাখার গুদামে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে ছুটে আসে। তাদের এক ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভোর ৪টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন সম্ভব হয়। এতে রক্ষা পেয়েছে পাশে থাকা ডিএমপির অস্ত্রাগার।

রাজারবাগের ওই গুদামে পাশেই অস্ত্রাগারটি ছিল। এছাড়া পাশে আরেকটি ব্যারাক ছিল। সেখানে অনেক পুলিশ সদস্য ঘুমাচ্ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হলে অস্ত্রাগারের ক্ষতির আশঙ্কা ছিল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, রাত আড়াইটায় আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে ১১টি ইউনিট পাঠানো হয়।

রাত আড়াইটায় নিয়ন্ত্রণে আসলেও আগুন সম্পূর্ণ নিভে ভোর ৪টা ৫০ মিনিটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

তবে, কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীদের ধারণা গুদামে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ডিউটি অফিসার কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, এলাকাটি সংবেদনশিল হওয়ায় তদন্ত কমিটি হবে। কমিটির রিপোর্টের পর আগুন লাগার কারণ জানা যাবে।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়