স্টিল বিল্ডিং শিল্পকে বাঁচাতে সহায়তার দাবি এসবিএমএর
স্টিল বিল্ডিং শিল্পকে বাঁচিয়ে রাখতে চূড়ান্ত বাজেটে বিশেষ সহায়তার দাবি জানিয়েছেন স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসবিএমএ)।
রোববার রাজধানীর বারিধারার সংগঠন কার্যালয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রস্তাবিত অর্থবছরের বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এ দাবি জানান।
সংগঠনটি বলছে, প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে নিজেদের জন্য কোনো সুখবর নেই। কিন্তু সরকারি নীতি সহায়তা ছাড়া এই শিল্পকে বাঁচানো যাবে না। তাই চূড়ান্ত বাজেটে এই খাতটিকে বাঁচাতে বিশেষ সহায়তার দাবি তাদের।
সম্মেলনে জানানো হয়, দেশের ৯৯ শতাংশ ফ্যাক্টরি শেড বিল্ডিং বর্তমানে প্রি-ফেব্রিকেটেড স্টিল বিল্ডিংয়ে নির্মিত হলেও শিল্পের আঁতুড়ঘরের মতোই এটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। কারণ এই শিল্পের কাঁচামালের ৯৫ শতাংশই চীন থেকে আমদানি হয়ে থাকে। কিন্তু করোনার কারণে ডিসেম্বর থেকে আমদানি বন্ধ থাকায় দেশীয় আমদানিকারকরা বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।
অন্যদিক দেশীয় প্রতিষ্ঠানগুলো উচ্চহারে কাস্টমস ডিউটি দিয়ে কাঁচামাল আমদানি করলেও বিভিন্ন অর্থনৈতিক জোনে বিদেশি প্রতিষ্ঠান বিনা শুল্কে তৈরি পণ্য আমদানি করছে। যার ফলে প্রতিযোগিতায় দেশিয় প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
এসবিএমএর সভাপতি জওহর রিজভীর সভাপতিত্বে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস