News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ জুন ২০২০
আপডেট: ১৮:১৪, ২১ জুন ২০২০

রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪

রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪

ফায়ার সার্ভিসের উদ্ধারাভিযান চলছে

রাজবাড়ীতে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের বিপুল বিশ্বাসের স্ত্রী শোভ্রতা মণ্ডল (৩৩), ছেলে লিজান বিশ্বাস (৬) ও বিপুল বিশ্বাসের ছেলে শ্যামল মণ্ডল (৩৫)। এ ছাড়া ট্রাকটির চালক মো. রিপন (৪০) মারা গেছেন। রিপনের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়।
রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শহীদুল ইসলাম জানান, প্রাইভেটকারটিতে ছয়জন যাত্রী ছিলেন। তারা মুজিবনগর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও তিনজন আহত হন।
আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহদের মধ্যে বিপুল বিশ্বাস এবং তার শাশুড়ি রেজিনা মণ্ডল ও আরও একজন রয়েছেন।
দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর ট্রাকটির হেলপার আটকা পড়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়