News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৫, ১৩ জুন ২০২০
আপডেট: ১৭:১৮, ১৩ জুন ২০২০

কালো টাকা সাদা করার সুযোগ রাখা ঠিক হয়নি: সানেম

কালো টাকা সাদা করার সুযোগ রাখা ঠিক হয়নি: সানেম

প্রস্তাবিত ২০২০-২০২১ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা ঠিক হয়নি বলে মনে করেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। একই সঙ্গে মনে করছে, জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২ শতাংশ নির্ধারণও অবাস্তব।

প্রস্তাবিত বাজেট সম্পর্কে শনিবার নিজেদের পর্যালোচনায় এসব মতামত তুলে ধরে সানেম। ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমের মাধ্যমে এ বাজেট পর্যালোচনায় অর্থনীতিবিদ, গবেষক, শিক্ষক, উন্নয়ন কর্মী, সাংবাদিক, শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।

বক্তব্যে শুরুতেই বর্তমান পরিস্থিতিতে বাজেট প্রণয়নের চ্যালেঞ্জগুলোর ওপর আলোকপাত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, কোভিড-১৯ মোকাবিলায় প্রস্তাবিত বাজেট যেমন হওয়া দরকার ছিল তেমন হয়নি। বাজেট অন্যবারের মত গতানুগতিক ধারাতেই প্রণয়ন করা হয়েছে, যেটি বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় যথেষ্ট নয়। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ বাড়ানো হয়েছে সেটি প্রশংসনীয়, তবে যথেষ্ট নয় বলে মন্তব্য করেন ড. রায়হান।

কালো টাকা সাদা করা নিয়ে আলোচনা করতে গিয়ে রায়হান বলেন যে, এই ধরনের পদক্ষেপ অতীতে কোনো সুফল বয়ে আনেনি, বরং সৎ লোকদের নিরুৎসাহিত করেছে। একইসাথে এ ধরনের পদক্ষেপ সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ কিনা সেটিও ভেবে দেখা দরকার। এছাড়া বাজেটে পোশাকশিল্পকে যে পরিমাণে গুরুত্ব দেয়া হয়েছে অন্য রফতানি শিল্পকে সেভাবে গুরুত্ব দেয়া হয়নি।

বাংলাদেশের এলডিসি উত্তরণ তিন বছর দেরি করানো দরকার জানিয়ে তিনি বলেন, কারণ এলডিসি উত্তরণ হয়ে গেলে, বাংলাদেশ বেশ কিছু বাণিজ্য সুবিধা হারাবে, যেটি অর্থনৈতিক সংকটের মুখে পরিস্থিতি আরও কঠিন করে তুলতে পারে। এসময় ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অবাস্তব বলে মন্তব্য করেন তিনি বলেন, বাজেটে রাজনৈতিক সদিচ্ছা প্রতিফলিত হয়েছে। কিন্তু সেটিকে কাজে পরিণত করাই চ্যালেঞ্জ।

পর্যালোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের গবেষণা পরিচালক ড. সায়মা হক বিদিশা বলেন, বাজেটে শহরের ভাসমান দরিদ্রদের জন্য তেমন কিছুই নেই। অন্যদিকে যুব এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য যথেষ্ট পদক্ষেপ নেয়া হয়নি।

আরও বলেন, প্রণোদনা দেয়ার পরও পোশাকশিল্পের শ্রমিকদের ছাঁটাই হয়েছে। বাজেটে নারীদের জন্য, বিশেষ করে বর্তমান সংকটে দূরবস্থায় পড়া নারীদের জন্য সুর্নিদিষ্ট তেমন কিছু নেই। পারিবারিক সহিংসতা মোকাবিলায় শক্তিশালী পদক্ষেপের ব্যবস্থা থাকা উচিত ছিল বাজেটে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়