প্রাণীর প্রতি নির্মমতা রোধে দোষীদের শাস্তি চান আনুশকা
সম্প্রতি ভারতের কেরালায় বারুদ-মিশ্রিত আনারস খেয়ে গর্ভবতী হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের জনসাধারণ। সরব হন তারকারাও।
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা শুরু করেন ‘জাস্টিস ফর অ্যানিমেল’ আন্দোলন। প্রাণীর প্রতি সহিংসতা রোধে ১৯৬০ সালে প্রণীত আইন সংশোধন করে নির্মমতা রুখতে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করার দাবি তার।
ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এ বিষয়ে কথা বলেন আনুশকা, ‘আমি যখন সংবাদটি পড়ি, তখন খুবই বিস্মিত ও ভয়ার্ত হই। মানুষ এমনও করতে পারে, সেই ভাবনা আমাকে দুঃখ ভারাক্রান্ত করে তোলে।’ প্রাণীর প্রতি এরূপ সহিংসতার বিষয়ে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং জরুরি ভিত্তিতে আইন সংশোধন করে প্রয়োগের দাবি জানান।
‘এখন আপনি প্রাণীর প্রতি নির্মম হওয়ার পর ৫০ রুপি দিয়ে পার পেয়ে যেতে পারবেন। আপনি অর্থ দেবেন এবং পার পাবেন! তাই কঠোর আইন থাকতে হবে আর জনসাধারণকেও এর গুরুত্ব বুঝতে হবে। আর এভাবেই আমরা সুসভ্য পৃথিবী গড়ার পথে এগিয়ে যাব,’ বলেন আনুশকা।
‘আমি সত্যিই চাই, প্রাণীর প্রতি নির্মমতার বিরুদ্ধে কঠোর আইন থাকুক আর তা এমনভাবে অনুশীলন ও প্রয়োগ করা হোক, যাতে জনসাধারণের মধ্যে ভয় থাকে। চাইলেই এ রকম কিছু খুব সহজেই তাঁরা করতে পারেন এবং স্বল্প জরিমানা দিয়ে রেহাই পেতে পারেন—এমন ভাবনা তাঁদের থাকা উচিত নয়,’ যোগ করেন আনুশকা শর্মা।
নিউজবাংলাদেশ.কম/এনডি