বিড়িতে কর বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন
প্রস্তাবিত অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের ওপর কর বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। এই বাজেটে বিড়িতে প্যাকেট প্রতি ৪ টাকা ও সিগারেটে ২ টাকা দাম বাড়ানোর প্রতিবাদে এই মানববন্ধন করে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে প্রতি প্যাকেট বিড়িতে কর বৃদ্ধি করা হয়েছে ৪ টাকা বা শতকরা ২৮ দশমিক ৫৭ শতাংশ। অপরদিক কম দামি সিগারেটে প্রতি প্যাকেটে দাম বৃদ্ধি হয়েছে ২ টাকা বা শতকরা ৫ দশমিক ৪১ শতাংশ। সিগারেটের চেয়ে বিড়িতে প্যাকেট প্রতি ২ টাকা বেশি এবং শতকরা ২৩ দশমিক ১৬ শতাংশ বেশি। এটি বিড়ি শিল্পের ওপর চরম বৈষম্যমূলক আচরণ।
অনুষ্ঠিত এই মানববন্ধনে বেশকিছু দাবি জানান বক্তারা। দাবিগুলো হলো- বিড়ির ওপর ট্যাক্স কমাতে হবে; বিড়ি শ্রমিকদের মজুরি বাড়াতে হবে; কম দামি সিগারেট ও বেশি দামি সিগারেটের মূল্য বাড়াতে হবে; নকল বিড়ির ব্যবসা বন্ধ করতে হবে; ভারতের ন্যায় বিড়ি শিল্পের সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে; কোনোভাবেই করোনা পরিস্থিতিতে ও ভবিষ্যতেও বিকল্প কর্মসংস্থান তৈরি না করে বিড়ি শিল্পের ক্ষতি করা সমীচীন নয়।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি