News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৭, ১৩ জুন ২০২০
আপডেট: ১১:১৬, ১৩ জুন ২০২০

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নড়াইল সদর উপজেলায় ঘরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

তারা হলেন সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের শ্রীফলতলা-ছাগলছিঁড়া গ্রামের কৃষক মুসা শিকদার (৫৫) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৩৫)।

শনিবার সকাল ৬টার দিকে নিজেদের বাড়িতে তারা মারা যান বলে জানিয়েছেন ভদ্রবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য সজীব আহম্মেদ।

তিনি পরিবারের বরাতে বলেন, মুসা সকালে তাদের টিনের ঘরের বারান্দা থেকে বস্তাভর্তি ধান মাথায় করে নেওয়ার সময় বারান্দার তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী রাবেয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এতে তারা ঘটনাস্থলেই মারা যান বলে জানান ইউপি সদস্য সজীব আহম্মেদ।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়