News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৬, ১৩ জুন ২০২০
আপডেট: ১০:৫১, ১৩ জুন ২০২০

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৮৫৬, মৃত্যু ৪৪

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৮৫৬, মৃত্যু ৪৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো দুই হাজার ৮৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৪ হাজার ৩৭৯ জনে দাঁড়াল। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৪৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ১৩৯ জন।
শনিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৫৯টি ল্যাবে ১৬ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ৮৫৬ জন শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৪ হাজার ৩৭৯ জন। মারা গেছেন আরো ৪৪ জন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে ও তিন জনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন এক হাজার ১৩৯ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত চার লাখ ৮৯ হাজার ৯০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দেশে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৩ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৩৫ শতাংশ।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়