News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২৭, ১৩ জুন ২০২০
আপডেট: ০৪:০৮, ১৩ জুন ২০২০

পাবনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

পাবনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় জুয়েল রানা নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় চাটমোহর-বাঘাবাড়ি সড়কে মুন্ডতোষ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পাথাইলহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং সে চাটমোহর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটউটের এইচএসসি পরীক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় জুয়েল ফরিদপুর থেকে মোটরসাইকেলে উপজেলার পাথাইলহাট গ্রামে নিজ বাড়ি ফিরছিলো। পথিমধ্যে মুন্ডতোষ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন থেকে রাতে তার মৃত্যু হয়।

চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন গণমাধ্যমকে জানান, পুলিশ খবর পাওয়ার আগেই পরিবারের লোকজন হাসপাতাল থেকে মরদেহ নিয়ে চলে গেছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়