শার্শায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১২টা ২০ মিনিটে তিনি নিজ বাসায় মারা যান।
সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। সেখানে তার করোনা পজেটিভ ধরাপড়ে। বুধবারই তিনি ঢাকা থেকে গ্রামে ফেরেন এবং রাত ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
শার্শা উপজেলা কর্মকর্তা পুলক কুমার বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতের বাড়িতে খোঁজ নিতে গিয়েছিলাম। তার স্বজনরা জানিয়েছেন, বেশ কয়েক দিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে কোভিড-১৯ টেস্টে তার রিপোর্ট পজেটিভ আসে। এক পর্যায়ে তার স্বজনরা তাকে বুধবার বাড়িতে নিয়ে আসেন। রাত ১২টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।”
নিউজবাংলাদেশ.কম/এফএ