কালিয়াকৈরে করোনায় নারী কাউন্সিলরের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাজেরা বেগম (৫০) কোভিড-১৯–এ (করোনাভাইরাসে) আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তার মৃত্যু হয়।
মৃত হাজেরা বেগম কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার লতিফ দেওয়ানের স্ত্রী। তিনি পৌরসভার প্যানেল মেয়রও ছিলেন।
কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান জানান, হাজেরা বেগম আগেও কিছু রোগে আক্রান্ত ছিলেন। এরপর তার করোনা পজিটিভ হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় তিনি মারা যান।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রবীর কুমার সরকার জানান, ওই নারী কাউন্সিলর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্যবিধি অনুযায়ী তার মৃতদেহ দাফন করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/ডি