করোনায় প্রাণ হারালেন রাজস্ব কর্মকর্তা সুধাংশু কুমার
সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন রাজস্ব কর্মকর্তা সুধাংশু কুমার
করোনাভাইরাস সংক্রমিত (কোভিড-১৯) হয়ে প্রাণ হারালেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-করকমিশনার (ডিসিটি) সুধাংশু কুমার সাহা।
সোমবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন তিনি।
জানা যায়, টানা ১২ দিন করোনার সাথে লড়াইয়ের পর অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে তাকে আইসিইউ থেকে ভেন্টিলেশনে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন।
মেধাবী কর্মকর্তা সুধাংশু কুমার সাহার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বিসিএস (কর) ক্যাডারের চৌকষ, দক্ষ, নিষ্ঠাবান ও অত্যন্ত মেধাবী কর্মকর্তার বিদেহী আত্মার পরম সুখ-শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, সুধাংশু কুমার সাহা কর অঞ্চল-৩ ঢাকায় কর্মরত ছিলেন। দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি ছাড়া তার স্ত্রী মানসী সাহা, তাদের সাত বছরের কন্যা শিশু সাঁঝবাতি ও গৃহকর্মী করোনা আক্রান্ত।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ