News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৪০, ৯ জুন ২০২০
আপডেট: ০৪:২০, ১১ জুন ২০২০

স্বাস্থ্যের ২ অতিরিক্ত সচিবকেও বদলি

স্বাস্থ্যের ২ অতিরিক্ত সচিবকেও বদলি

কোভিড-১৯ সঙ্কটের এই সময়ে মাস্ককাণ্ডসহ নানা আলোচনার মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের পর সচিবের পর দুই অতিরিক্ত সচিবকেও সরানো হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগের দুই অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন ও সিরাজুল ইসলামের বদলির আদেশ হয়।

ইসমাইলকে ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে; সিরাজুলকে বদলি করা হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে।

একই আদেশে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মহিবুর রহমানকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে আনা হয়েছে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নানকে, যিনি একসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ছিলেন।

বিসিএস অষ্টম প্রশাসন ব্যাচের কর্মকর্তা মান্নান চলতি বছরের ২৭ জানুয়ারি সচিব পদে পদোন্নতি পেয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন।

মাস্ককাণ্ড নিয়ে আলোচনার মধ্যে এর আগে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক পদেও পরিবর্তন আনা হয়।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়