সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রীর মৃত্যু
আওয়ামী লীগ নেতা ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা মুক্তিযোদ্ধা শাহানারা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামীসহ চার সন্তান রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ছিলেন।
শাহানারা বেগম ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন।
সোমবার বরিশালে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তবে জানাজার স্থান ও সময় সম্পর্কে কিছু জানানো হয়নি।
নিউজবাংলাদেশ.কম/ডি