News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৩, ৭ জুন ২০২০
আপডেট: ০৪:২০, ১০ জুন ২০২০

সাবেক মেয়র কামরানের অবস্থার অবনতি

সাবেক মেয়র কামরানের অবস্থার অবনতি

কোভিড-১৯-এ আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। 

গত শুক্রবার রাতে বদর উদ্দিন আহমদ কামরান করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন। শনিবার সকালে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, তার (বদর উদ্দিন আহমদ কামরান) শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে। 

রোববার তার বুকের এক্স-রে প্রতিবেদন পাওয়া গেছে। এতে কিছুটা জটিলতা লক্ষ্য করা গেছে। এর জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লার রায় বলেন, সাবেক মেয়র কামরানের শারীরিক কিছু জটিলতা আগে থেকেই রয়েছে। তাঁর ছেলে আরমান আহমদ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। বিকেলে সিলেট এম এ জি আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দেবে। তবে তাকে ঢাকার কোন হাসপাতালে নেওয়া হবে, সে বিষয়ে তাদের জানা নেই।

সর্বশেষ

পাঠকপ্রিয়