News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৬, ৭ জুন ২০২০
আপডেট: ০৪:২০, ১০ জুন ২০২০

অনুশীলনের জন্য প্রস্তুত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম

অনুশীলনের জন্য প্রস্তুত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম

 

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। তিনি জানিয়েছেন, সবকিছুই প্রস্তুত রয়েছে। বিসিবি নির্দেশ দিলেই তারা চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেবেন।  

বাতেন বলেন, ‘মাঠে অনুশীলন ফেরাতে আমাদের সব ধরনের প্রস্তুতিই নেওয়া আছে। এখন কেবল উর্ধ্বতন কর্তৃপক্ষ সবুজ সংকেত দিলেই হয়। সেটা পেলে আমাদের গ্রাউন্ডসকর্মীরা ফাইন টিউন দিতে নেমে পড়বেন।’

জাতীয় দলের কথা চিন্তা করেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে মিরপুরে। ক্রিকেটারদের ৩৭ জনের জন্য একটি পুলও নাকি ঠিক করা হয়েছে। অনুশীলনে ফেরার সম্ভাব্য তারিখ হিসেবে ঠিক করা হয়েছে ২৫ জুন। 

ঢাকার বাইরেও স্থানীয় ক্রিকেটারদের অনুশীলনে ফেরার ব্যবস্থা করেছে বিসিবি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও রাজশাহীর শেখ কামরুজ্জামান স্টেডিয়ামে সীমিত পরিসরে স্থানীয় ক্রিকেটাররা অনুশীলনের সুযোগ পাবেন বলেও জানান বাতেন।

 

নিউজবাংলাদেশ.কম/এসএস/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়