করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর সিএমএইচে ভর্তি
করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে রবিবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, ‘মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বেলা ১২টা ৪০ মিনিটে তেজগাঁও হেলিপ্যাডে নামার পর সেখান থেকে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।’
এর আগে, বেলা ১১টা ২৫ মিনিটে বান্দরবান থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও তার ছেলে রবিন বাহাদুরকে নিয়ে ঢাকার উদ্দেশে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার রওনা দেয় বলে জানান বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই মারমা।
মন্ত্রীর দেহরক্ষী এবং ব্যক্তিগত সচিবকে আইসোলেশনে পাঠানো হয়েছে বেলেও জানান তিনি।
দেশে এই প্রথমবারের মতো দায়িত্বে থাকা কোনো মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।
মন্ত্রী ঈদুল ফিতরের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রমের সময় সাধারণ মানুষের সংস্পর্শে এসেছিলেন। সেখান থেকেই তিনি আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
বাংলাদেশে এ পর্যন্ত ৬৩ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৮৪৬ জন।
নিউজবাংলাদেশ.কম/এএস