করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা ৬ হাজার ছাড়ালো, সুস্থ ২৭৬৭
পেশাগত দায়িত্ব পালনের সময় সারাদেশে রবিবার পর্যন্ত মোট ৬ হাজার ২০৬ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান জানান, রবিবার পর্যন্ত ১৬ জন পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার এক বেসামরিক সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি জানান, ‘মোট আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ২ হাজার ৭৬৭ জন এ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে ১ হাজার ৮২৮ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাথে যুক্ত ছিল।’
তিনি বলেন, মোট সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে ২ হাজার ৭ জনকে আইসোলেশনে রাখা হয়েছে এবং ৬ হাজার ৪৫১ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য নিজ নিজ স্টেশনে যোগদান করেছেন।
চিকিৎসক, পুলিশ সদস্য, সশস্ত্র বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং অন্যান্য সংস্থার সদস্যরা করোনাভাইরাসের সম্মুখ যোদ্ধে সারা দেশে দায়িত্ব পালনের সময় আক্রান্ত হচ্ছে। তারা ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে।
এদিকে করোনাভাইরাস মহামারিতে রবিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৩ জন।
নিউজবাংলাদেশ.কম/এএস